Bollywood

সমালোচিত সাইফ কন্যা সারাহ আলি খান

Written by Moviendrama Team

অনেকদিন থেকে গুঞ্জন শুনা যাচ্ছিল ইমতিয়াজ আলি পরিচালিত ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাভ আজকাল’ ছবিটির সিক্যুয়াল নির্মিত হবে। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন সারা আলি খান ও কার্তিক আরিয়ান। ইতোমধ্যেই ছবিটির শুটিং শুরু হয়েছে। যার কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়। তার মধ্যে একটি হল অন্তরঙ্গ ভিডিও, যেখানে সারাহ আর কার্তিক চুমু খাচ্ছে।

এবার আরেকটি ভিডিওতে মোটরবাইক চালানো অবস্থায় দেখা যায় কার্তিককে। তার বাইকের পেছনের সিটেই ছিল সারাহ আলি খান। অনেকটা হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছিল সারাহ আলি খানকে। কার্তিকের গায়ে ছিল নীল শার্ট আর মাথায় হেলমেট। কিন্তু সারাহ আলি খানের মাথায় কোন হেলমেট ছিলনা। হেলমেট ছাড়া বাইক ভ্রমণে বের হওয়ায় সারাহ আলি খানকে নিয়ে সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে। এজন্য সমালোচনার মুখেও পড়তে হলো।

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of