BD Drama

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক পুনরায় চালু করার দাবি

এফএস নাঈম, তৌসিফ মাহবুব, মিশু সাব্বির, তানজিন তিশা, সাবিলা নূর, মুনিরা মিঠু,
Written by Moviendrama Team

এখন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকটা নিয়া আলন্দোলন হচ্ছে! নাটকটি সবগুলো পর্বই ভালোই ছিল। দর্শকদের অনেক পছন্দের ধারাবাহিক নাটক এটি । কিন্তু নাটকটা শেষ না করেই প্রচার বন্ধ করে দিল চ্যানেল নাইন কর্তৃপক্ষ। কয়েকজন অভিনেতার টাকাও পরিশোধ করে নাই এমন কথাও শুনা যাচ্ছে ।

বাংলাদেশে অফিসিয়ালি স্পোর্টস চ্যানেল হল চ্যানেল নাইন। ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিক নাটকটি প্রতি শনি, রবি ও সোমবার প্রচার হত। কাজল আরেফিন অমির রচনা ও  পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন এফএস নাঈম, তৌসিফ মাহবুব, মিশু সাব্বির, তানজিন তিশা, সাবিলা নূর, মুনিরা মিঠু, নাদিয়া আফরিন মুকিত, জাকারিয়া চাষী আলম প্রমুখ।

কিন্তু নাটকটি শেষ না করেই প্রচার বন্ধ করে দিলে ব্যাচেলর পয়েন্ট নাটক ফ্যান নামের একদল যুবক ব্যানার নিয়ে পুনরায়  চালু করার দাবি জানান। এই নাটকটি নিয়ে এক ভক্ত লিখেন, যেখানে ধারাবাহিক নাটক দেখতে অনেকেই অভ্যস্হ না(আমিও না)। সেখানে এতো জনপ্রিয় একটা ধারাবাহিক শেষ না করেই প্রচার বন্ধ করে দেয়া মোটেও ভাল নয়।

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of