Dallywood

আরিফিন শুভর নতুন সিনেমার নায়িকা ঐশী

Written by Moviendrama Team

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-২০১৮ সালের চ্যাম্পিয়ন হওয়ার পর চীনে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার অংশ নিয়েছিলেন জান্নাতুল ফেরদৌস ঐশী। বিশ্ব সূন্দরী খেতাব জিততে না পারলেও লড়েছিলেন শেষ পর্যন্ত। দেশে ফিরে নাটক-সিনেমায় অভিনয় না করলেও বিভিন্ন প্রতিষ্ঠানের মডেল হন তিনি। মিউজিক ভিডিওর মডেল হিসেবেও কাজ করেন।

সম্প্রতি ঐশী বাংলা সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন। ছবিটির নাম  ‘মিশন এক্সট্রিম’ । এতে নায়ক হিসেবে অভিনয় করবেন ঢাকা অ্যাটাক খ্যাত নায়ক আরিফিন শুভ। অনেকদিন ধরে খোঁজা হচ্ছিল এই সিনেমার নায়িকা। অবশেষে জানা গেল:- ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় শুভর নায়িকা হবে জান্নাতুল ফেরদৌস ঐশী। এই সিনেমাটি পরিচালনা করবেন ফয়সাল আহমেদ । এবং সিনেমার কাহিনি ও সংলাপ লিখেছেন সানী সানোয়ার।  সিনেমাটি পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের তথা কিছু শ্বাসরুদ্ধকর অভিযান নিয়ে নির্মাণ করা হবে।

মিশন এক্সটিম সিনেমা নিয়ে ঐশী বলেন:- ‘এখনই কিছু বলা ঠিক হবে না। তবে এতটুকু বলব, চরিত্রটি খুব শক্তিশালী। এটা আমার প্রথম সিনেমা।  অভিনয়ের প্রাথমিক বিষয়গুলো  রপ্ত করছি। উত্তেজনা অর নার্ভাস দুটোই কাজ করছে।’

ঐশী আরো জানান, ১৬ মার্চ থেকে সিনেমার শুটিং শুরু হবে। তাঁর শুটিংয়ের সময় এখনো জানেন না তিনি।

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of